আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে জগন্নাথপুর উপজেলা উপ-নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নিজের পছন্দের প্রতীক বেছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে জয়ের জন্য মরিয়া আওয়ামীলীগ। উপজেলা সাধারণ জরিপে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ এর স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক ২ বারের ইউপি চেয়ারম্যান হারুন রাশিদ এর (আনারস) ।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালীর পক্ষে জমিয়ত নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাঠে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
ভোটাররা জানান,হারুন রাশিদ বিগত বন্যার সময় তিনি মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং মানুষদেরকে নিজস্ব অর্থায়নে অনেক সাহায্য করেছেন। তাছাড়া চৈত্র মাসে
যখন পানি চলে এসেছিল তখন নিজের অর্থায়নে হাওরে বাদ দেন এর মেরামতের কাজ করেছেন এবং নিজে সেই জায়গায় স্বয়ং উপস্থিত থেকে নিজে ও মানুষ দিয়ে কাজ করিয়ে হাওরের ফসল রক্ষার কাজে নিয়োজিত ছিলে । তাই হারুন রাশিদ জয়ের সম্ভাবনাই বেশী।
এদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা চেয়ারম্যান পদে ,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম (নৌকা), চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সাবেক ২ বারের ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হারুন রাশিদ (আনারস), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম (কাপ-পিরিচ), জমিয়তের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (খেজুর গাছ), জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান (লাঙ্গল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
ভোটাররা জানান,
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন রাশিদ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সাবেক ২ বারের ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় বেপক উন্নয়ন করেন যার ফলে মানুষের মনে এই আস্থা আছে হারুন রশিদ চেয়ারম্যান হলে উপজেলাবাসীর উন্নয়ন হবে তাই সবাই তাকে ভোট দিতে মরিয়া।
রিপোর্টার: হোসাইন আহমেদ নোমান