চিলাউড়া গ্রামের গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল (নোয়াগাঁও) গ্রামের নেওর মিয়ার ছেলে গুলজার হোসেন (২৩)।
শুক্রবার (১৭ জানুয়ারী) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল নদীর পাড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় থানার একদল পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।