ইংল্যান্ডে বসবাসরত ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের ইংল্যান্ডের প্রবাসীদের উদ্যোগে চিলাউড়া কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে লন্ডনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ জুলাই ২০২৩ রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপলের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় আনোয়ার উদ্দিন (আনর মিয়ার ) সাহেব এর সভাপতিত্বে ও এম এ রবের পরিচালনায় সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ কাউছার হোসাইন।
এ সভায় গ্রাম এর শিক্ষারউন্নয়নে কলেজ প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সাদিক ইয়াওর মিয়া, মোহাম্মদ সিরাজ মিয়া, ফয়সল আহমদ,তেরা মিয়া, আব্দুল জলিল, ফটিক মিয়া, আলী হোসেন,সাইফুর রহমান আতাউর রহমান, রেজাউল ইসলাম (নূর), আব্দুস সাত্তার, হুমায়ুন রশীদ, রফিকুল ইসলাম ( হিরন), লাহিন আহমদ, আখতার হোসেন, শহীদ খান, হাবিবুর রহমান, আমির হামজা, শামীম উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।
তাছাড়া এ সভায় আরো উপস্থিত ছিলেন আখলিছ খান, জুবেদুর রহমান ও হিরা সহ অনেক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এরকম মহতি কাজে একাত্বতা ঘোষণা করেন ।
উপস্থিত সবাই ও আলোচনায় বক্তাগণ অভিমত প্রকাশ করে বলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া একটি কলেজ প্রতিষ্ঠা করা এখন সকলের প্রাণের দাবী ও সময়ের দাবী।
এরকম মহত কাজে দেশ বিদেশের সবাইকে নিজ-নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাডিয়ে চিলাউড়া কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।