সিলেটে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর চিলাউড়া গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘চিলাউড়া পরিষদ’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভা কক্ষে এ অভিষেক সম্পন্ন হয়।
দয়ামীর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
পরিষদের স্থায়ী কমিটির সদস্য আবু আসাদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক আলী আছগর চৌধুরী, জালালাবাদ টিএন্ডডির সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক, শুকরিয়া মার্কেট ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রূপন খান, সায়াদ মিয়া, নূর হোসেন, সিলেট জজকোর্টের আইনজীবী আশরাফুল আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চিলাউড়া পরিষদের দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাহান, আব্দুল মানিক রোমেন আহমদ, মুতিউর রহমান, তোফায়েল আহমদ, নয়ন পাশা, শাফিদুল ইসলাম, ঈসমাইল আহমদ, জসিম উদ্দিন, সালেহ আহমদ টিপু প্রমূখ।
নিউজ ক্রেডিট: দিলোয়ার হোসাইন